আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে একটি রিসোর্টে জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। তাদের মধ্যে অনেক বিদেশি পর্যটক রয়েছেন।
বৃহস্পতিবার রাতে দেশটির হুয়া হিন এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয়দের মতে, মাত্র ৩০ মিনিট সময়ের ব্যবধানে ওই দুই বিস্ফোরণ ঘটে। ৫০ মিটার দূরত্বের ব্যবধানে রাখা ছিল বিস্ফোরক দু'টি। এছাড়াও ওই এলাকার অদূরে অন্য একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে নিরাপত্তাবাহিনী। সমগ্র শহর জুড়ে চালানো হচ্ছে তল্লাশি অভিযান।
১২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম