আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে নির্বাচনী আবহ। সেখানের নির্বাচনে ভোট লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আইএস প্রসঙ্গ। মুসলিম নেতারা বলে থাকেন আইএস ইহুদিদের তৈরী।
ইসলামের ইমেজ ক্ষুন্ন করার জন্য তাদের বড় একটি ষড়যন্ত্র এই আইএস। এবার দেখা গেলে আমেরিকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য আইএস ইস্যুতে কড়া বক্তব্য দিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সেখানে আইএসের জন্য তিনি বারাক ওবামাকেই দায়ী করেছেন। ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস এর প্রতিষ্ঠাতা। বুধবার ফ্লোরিডার ফোর্ট ওয়ার্থের এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ওবামাই জঙ্গি সংগঠন আইএসের প্রতিষ্ঠাতা, সে-ই আইএস সৃষ্টি করেছে। হিলারিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘সহ-প্রতিষ্ঠাতা অসাধু।’ট্রাম্প এ সময় ওবামার কড়া সমালোচনা করেন।
১২ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর