আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ ভানুয়াতুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার আঘাত হানে এ ভূমিকম্প।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি এ ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ ভানুয়াতু থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। প্রাথমিকভাবে ৭.৬ মাত্রার ভূমিকম্পের কথা বলা হলেও পরে তা কমিয়ে ৭.২ মাত্রার ছিল বলে উল্লেখ করা হয়েছে। ওই ভূমিকম্পের পর আফটার শক হিসেবে ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে বলেও জানিয়েছে ইউএসজিএস।
ভূমিকম্পের পরপরই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে ফিজিও রাজধানী সুভাসহ ভানুয়াতু, নিউ ক্যালেডোনিয়া এবং ফিজি উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারির পরে তা বাতিল করা হয়।
১২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম