আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে একটি কারাগার। এতে দুই চীনা মাদক ব্যবসায়ীসহ ১০ কয়েদি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
এই বিস্ফোরণকে গ্রেনেড বিস্ফোরণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
কারা কর্তৃপক্ষের তরফে বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।
ফিলিপাইনের জেল ম্যানেজমেন্ট অ্যান্ড পেনোলজি ব্যুরোর মুখপাত্র যাভেয়ার সোলদা এ তথ্য নিশ্চিত করেছেন।
যাভেয়ার সোলদা জানান, স্থানীয় সময় ১১ আগস্ট বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আট মাদক ব্যবসায়ী ও দুজন ডাকাতি মামলার আসামি।
আহতদের মধ্যে এক নিরাপত্তা প্রহরীও রয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
১২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম