শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ০৫:১৪:০০

খারাপ আচরণের কারণে বিমান থেকে নামানো হলো এক ‘সেলব্রিটি’ মহিলাকে

খারাপ আচরণের কারণে বিমান থেকে নামানো হলো এক ‘সেলব্রিটি’ মহিলাকে

আন্তর্জাতিক ডেস্ক : অভব্য আচরণ করায় মহিলা যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিল গোএয়ার৷ মুম্বাই থেকে লখনউ যাচ্ছিল বিমানটি৷ ওই যাত্রীর পরিচয় জানা যায়নি৷ তবে নিজেকে ‘সেলিব্রিটি’ বলেই দাবি করেছেন ওই মহিলা৷

উল্লেখ্য, বিমানে যাত্রীদের অভব্য আচরণের জন্য সম্প্রতি বেশ কয়েকবার সমস্যায় পড়তে হয়েছে বিভিন্ন বিমান সংস্থাকে৷ এর সাম্প্রতিক সংযোজন গোএয়ার ফ্লাইট জি৮ ৩৮৭ বিমান৷ জানা গিয়েছে, অভব্য আচরণের কারণে উড়ান শুরুর আগের মুহূর্তে নামিয়ে দেয়া হয় ওই মহিলাকে৷

বিমান সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বোর্ডিংয়ের সময় এরোব্রিজের কাছে প্রথমে অন্য এক যাত্রীর গায়ে ব্যাগ ছুঁড়ে দেন ওই মহিলা যাত্রী৷ এরপর তার সামানে থাকা এক যাত্রীকে ধাক্কা মেরে বিমানে ওঠেন তিনি৷ যাত্রীরা ওই মহিলার বিরুদ্ধে বিমানের কর্মীদের কাছে অভিযোগ জানানের পর, তাকে বোঝানোর চেষ্টা করা হয়৷ শান্ত হওয়া তো দূরের কথা, ওই মহিলা বিমান কর্মীদেরই কটূকথা শোনাতে শুরু করেন৷ এরপর পাইলট ওই মহিলা যাত্রীকে নামিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন৷

যদিও ওই মহিলা বিমান থেকে নামতে রাজি হন৷ অনেক ঝামেলার পর তিনি বিমান থেকে নেমে যান৷ পরের অবশ্য বিমানে তার যাওয়ার ব্যবস্থা করা হয় বলেও বিমান পরিবহণ সংস্থা জানিয়েছে৷
১১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে