আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মাঝ-আকাশে একটি বিমান ঝাঁকুনির শিকার হয়েছে। বৃহস্পতিবার স্যাক্রামেন্টো শহরে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন।
শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মেইল অনলাইন।
স্থানীয় সময় ১১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেট ব্লু এয়ারলাইনের একটি ফ্লাইট এ ঝাঁকুনির শিকার হয়। ফ্লাইটটি বোস্টন থেকে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর উদ্দেশ্যে যাত্রা করেছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আহত বিমান আরোহীদের নিয়ে প্লেনটি নিরাপদে স্যাক্রামেন্টোতে অবতরণ করেছে। আহতদের মধ্যে ২২ যাত্রী এবং দুজন ক্রু রয়েছে।
তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় চিকিৎসা দেয়ার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে গত ৭ মে ইন্দোনেশিয়ার আকাশে ঝাঁকুনির শিকার হয় হংকং এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। গত ৪ মে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট ঝাঁকুনির শিকার হয়েছিল।
১২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম