শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ০৬:১৫:৫০

তিন সন্তান নিয়ে আইএসে যোগ দেয়ার পথে আটক এক নারী

তিন সন্তান নিয়ে আইএসে যোগ দেয়ার পথে আটক এক নারী

আন্তর্জাতিক ডেস্ক : হিজাবে ঢাকা আরব মহিলা৷ সঙ্গে তিন শিশু৷ মহিলার সন্দেহজনক আচরণ দেখে তৎপর হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা৷ আটকানো হয় মহিলাকে৷ লেবানন সরকারের দাবি ওই মহিলা সিরিয়ায় পৌঁছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে যোগ দিতে যাচ্ছিলেন৷ মহিলার পরিচয় প্রকাশ করা হয়নি৷ লেবানন সরকারের দেয়া তথ্য অনুসারে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে এখবর৷

সৌদি সরকার জানিয়েছে, এক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে ফোন করে জানান তার স্ত্রী সন্তানদের নিয়ে নিরুদ্দেশ হয়েছেন৷ সম্ভবত কোনো জঙ্গি সংগঠনে যোগ দেয়ার পরিকল্পনা রয়েছে ওই মহিলার৷ খোঁজ শুরু করে সৌদি গোয়েন্দা বিভাগ৷ সতর্কতা জারি করা হয়৷ সেই বার্তা পান লেবাননের গোয়েন্দারা৷ সেই সূত্র ধরে ওই আরব মহিলাকে আটক করা হয়েছে৷ দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আটক মহিলাকে ফেরত পাঠানো হয়েছে৷

প্রতি বছর আরব নাগরিক ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে যোগ দেয়৷ যেভাবেই হোক সিরিয়া পৌঁছে তারা যোগাযোগ করে আইএসের রিক্রুটারদের সঙ্গে৷ তারপর শুরু হয় নাশকতার প্রশিক্ষণ৷ লেবানন দিয়ে সিরিয়ার সীমান্ত পার করে আইএসে যোগ দেয়া রুখতে সৌদি আরব তৎপর৷ সেই কাজে সাহায্য করছে লেবানন সরকার৷
১১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে