আন্তর্জাতিক ডেস্ক : সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল চার কিশোর৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ভারতের রাজোরি বিচে পিকনিক করতে গিয়েছিল সাত বন্ধু৷ বারণ করা সত্বেও সেলফি তোলার নেশায় সমুদ্র তট থেকে অনেকটা দূরে চলে যায় চার জন৷ সেই সময়ই সমুদ্রের বিশাল ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায় তাদের৷ শুক্রবার দুপুর পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি৷ চলছে তল্লাশি৷
এই চার কিশোর হল সুনীল পলভ (১৫), রোহান যাদব (১৭), শচীন বিশ্বকর্মা (১৬) এবং চেতন কালাপ (১৯)৷ তারা সকলেই নালাসোপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে৷ গতকাল সন্ধা পর্যন্ত সমুদ্রে তন্নতন্ন করে তাদের খোঁজা হয়েছে৷ কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি৷ শুক্রবার সকালে ফের শুরু হয় তল্লাশি৷
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, এদিন হাত ধরাধরি করে সমুদ্রে দাঁড়িয়েছিল তারা৷ সেই সময় স্রোতে ভেসে যায় চার কিশোর৷ অভিযোগ, ভেসে যাওয়ার আগে সেলফি তুলতে ব্যস্ত ছিল ওই চার বন্ধু৷
স্থানীয় মানুষ তাদের বারবার সমুদ্রে যেতে বারণ করলেও, তারা কোনো কর্ণপাত করেনি৷ সোজা গভীর পানিতে নেমে যায় তারা৷ তাদের বাকি তিন সঙ্গী শচীন মালেকার (১৬), নমন মিশ্র (১৫) এবং অঙ্কিত শর্মা (১৫) অবশ্য তটের কাছেই ছিল৷ বন্ধুদের ভেসে যেতে দেখে চিৎকার শুরু করে তারা৷
আর্নালা থানায় নিখোঁজের মামলা দায়ের করা হয়েছে৷ এদিন বাড়িতে না জানিয়েই সাত বন্ধু সমুদ্রতটে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ৷
১১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই