শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ০৯:১৯:৫৬

ফিলিস্তিনের মসজিদে আজানের পরিবর্তে বেজে উঠলো গান!

ফিলিস্তিনের মসজিদে আজানের পরিবর্তে বেজে উঠলো গান!

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের মসজিদে আজানের পরিবর্তে গান! ফিলিস্তিনের পশ্চিম তীরের কয়েকটি মসজিদে আজানের পরিবর্তে সঙ্গীত বাজানোর বিষয়টিতে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার ধর্মীয় কর্তৃপক্ষ।

মুসুল্লিরা বৃহস্পতিবার যখন নামাজের জন্য মুয়াজ্জিনের পরিচিত কণ্ঠে আজানের অপেক্ষায়, তেমনই সময় তারা বিস্মিত হন মিশরের সুপরিচিত গায়ক উম কোলথুমের গান শুনতে পেয়ে।

এই গান ইচ্ছাকৃত-ভাবে চালানো হয়েছে নাকি সেটি ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে এখন সেটি তদন্ত করা হবে। সম্প্রচার সিস্টেমে কোনও ত্রুটি ছিল কি-না তাও দেখা হবে।

এই বিষয়ে সাধারণ মানুষের মাঝে বিভক্ত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

কেউ কেউ এটিকে কোনোভাবেই ‘গ্রহণযোগ্য নয়’ বলে মনে করছেন। আবার কেউ কেউ একে ‘খুবই মজার’ বলে মন্তব্য করছেন।-বিসিবি
১৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে