আন্তর্জাতিক ডেস্ক : একটি গোডাউন থেকে উদ্ধার হলো পঁয়ষট্টি কেজি সোনা। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় উনিশ কোটি টাকার সোনা উদ্ধার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। আর এই ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতার বড়বাজার এলাকায়। ঘটনায় বারোজন সোনা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বড়বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন বলে জানা যায়। এ ছাড়াও মায়ানমার ও মণিপুরের কয়েকজন নাগরিকও রয়েছে।
মায়ানমার-মণিপুর সীমান্ত দিয়ে এই চক্রটি সোনা পাচার করত বলে জানা গিয়েছে। গ্রেফতারকৃতদের জেরা করে কলকাতার আরো কয়েকজন ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তাদের খোঁজে তল্লাসি চলছে। গ্রেফতারকৃতদের আজ ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়।
১৩ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই