আন্তর্জাতিক ডেস্ক : হিংসার দায়ে জড়ালেন সিলিকন ভ্যালির ইন্টারনেট বাদশা গুরবকাশ চহাল। ভারতীয় বংশোদ্ভূত ৩৪ বছর বয়সী এই মার্কিনিকে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন সে দেশের সান ফ্রান্সিসকোর আদালত।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
ইন্টারনেটে দুনিয়া মার্কিন মুলুকে অত্যন্ত পরিচিত নাম গুরবকাশ চহাল। মাত্র ২৫ বছর বয়সে ৩০০ মিলিয়ন আমেরিকান ডলারে নিজের স্টার্টআপ বিক্রি করেছিলেন তিনি।
দ্য ওপরা উইনফ্রে শো-তে 'হাইলি এলিজিবল ব্যাচেলর' হিসেবে দেখা যায় তাকে। এ হেন গুরবকাশ চহাল গার্হস্থ্য হিংসার মামলায় দোষী প্রমাণিত হওয়ায় বিস্মিত অনেকেই।
২০১৪-এ সান ফ্রান্সিসকোয় নিজের পেন্ট হাউজে তত্কালীন গার্লফেন্ডকে শারীরিকভাবে নিগ্রহ করেন চহাল। বান্ধবীকে অন্তত ১০০বার ঘুসি ও লাথি মারেন তিনি।
মুখ বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলারও চেষ্টা করেন। পেন্ট হাউজের সিসিটিভিতে এ ছবি ধরা পড়ে। এর আগেও একবার গার্লফেন্ডকে লাথি মারার দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিনি।
১৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম