আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মেসেজ পাঠিয়ে হেনস্থার শিকার খোদ রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ পার্থ মণ্ডল নামে জনৈক ব্যক্তি তাকে সোশ্যাল মিডিয়ায় বারবার অশ্লীল মেসেজ পাঠিয়ে হেনস্থা করেছেন বলে অভিযোগ জানান তিনি৷
শর্মিষ্ঠা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম ব্লক করে দেব৷ পরে সিদ্ধান্ত বদল করি৷ এ ধরনের মানুষগুলোর মুখোশ প্রকাশ্যে খুলে দেয়া উচিত৷ চুপ থাকলে স্পর্ধা আরও বাড়বে৷ সমস্ত মেসেজের প্রিন্ট শট শেয়ার করেছি৷’
পার্থ মণ্ডল নামে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাকে অশ্লীল মেসেজ পাঠাতেন বলে অভিযোগ তার৷ ক্রমাগত এ ধরনের মেসেজ পাওয়ার পর ধৈর্যের বাঁধ ভাঙে রাষ্ট্রপতি কন্যার৷
এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেন শর্মিষ্ঠা৷ সমস্ত মেসেজের প্রিন্ট স্ক্রিন পোস্ট করে ওই ব্যক্তিকে ট্যাগও করেন তিনি৷
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে তার আরজি, তার পোস্ট শেয়ার করে এবং ওই ব্যক্তিকে ট্যাগ করে সবাই যেন সমাজের কাছে তার নোংরামি তুলে ধরেন৷-কলকাতা24
১৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম