শনিবার, ১৩ আগস্ট, ২০১৬, ১০:১৪:১৫

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যুদ্ধ শুরু হলে রাশিয়ার কাছে হেরে যাবে ব্রিটেন!

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যুদ্ধ শুরু হলে রাশিয়ার কাছে হেরে যাবে ব্রিটেন!

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ শুরু হলে ব্রিটিশ সেনারা রাশিয়ান ফোর্সের কাছে হেরে যাবে বলে ব্রিটেনের শীর্ষস্থানীয় সেনা কমান্ডাররা হুঁশিয়ারি দিয়েছেন। ফাঁস হয়ে পড়া এক গোপন রিপোর্টে এই তথ্য সম্প্রতি প্রকাশ পেয়েছে। এই রিপোর্ট ব্রিটিশ সেনাদের প্রকৃত যোগ্যতা সম্পর্কে নানা প্রশ্ন সৃষ্টি করেছে।

ব্রিটেনের জেনারেল স্যার নিক কার্টারের নির্দেশে তৈরি-করা এক সরকারি গোপন দলিলে বলা হয়েছে, রুশ সেনারা ব্রিটিশ সেনাদের তুলনায় বেশি যোগ্য এবং তারা বেশি উন্নত প্রযুক্তিতে সজ্জিত। ব্রিটেনের দৈনিক টাইমস গত বুধবার এই খবর প্রকাশ হয়েছে। ওই খবরে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ও আকাশ-প্রতিরক্ষা সিস্টেমগুলো ব্রিটেনের এইসব অস্ত্রের চেয়ে অনেক উন্নত এবং ব্রিটেনের সাঁজোয়া যানগুলো রাশিয়ার মর্টার ও রকেটের গোলার কাছে খুব বেশি মাত্রায় দুর্বল।

রাশিয়ার এস-৫০০ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম ২০১ কিলোমিটার উঁচুতে অবস্থিত টার্গেটেও কার্যক্ষম। অন্যদিকে ব্রিটেনের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কেবল সর্বোচ্চ ৫ কিলোমিটার উচ্চতায় অবস্থিত লক্ষ্যবস্তুকে ঘায়েল করতে পারে। গোপন ওই প্রতিবেদন থেকে আরো জানা গেছে, রাশিয়ার বিএম-৩০ মাল্টিপল রকেট লঞ্চারের পাল্লা হল ৯০ কিলোমিটার। অথচ ব্রিটিশ রকেট লঞ্চারের পাল্লা হল মাত্র ৩০ কিলোমিটার।

রাশিয়া জ্যামিং ও হ্যাকিং প্রযুক্তিসহ ইলেক্ট্রনিক প্রযুক্তিতেও বেশি দক্ষ বলে ওই প্রতিবেদনে হুঁশিয়ারি দেয়া হয়েছে। রাশিয়ার এইসব প্রযুক্তি যুদ্ধের গতি বদলে দিতে সক্ষম এবং তা ন্যাটো জোটের বিমান ও জিপিএস-নিয়ন্ত্রিত অস্ত্র এবং স্থল-সেনাদের জন্য হুমকি বলে ওই দলিলে উল্লেখ করা হয়েছে।
১৩ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে