আন্তর্জাতিক ডেস্ক: নিজের বান্ধবীকে ১০০ বারেরও বেশি মারধর ও বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করেছিলেন আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি গুরবক্স সিং চাহাল। কিন্তু সেই মামলায় শেষ অবধি তাঁকে জেলে যেতে হয়নি।
বরং তাঁর ওপর নজরদারির নির্দেশ দিয়েছিল মার্কিন আদালত। কিন্তু শেষরক্ষা হল না। দ্বিতীয় বার অপর এক বান্ধবীকে লাথি মেরে বসেন মার্কিন ধনকুবের। ফলে নজরদারির মধ্যেও হিংসা ছড়ানোর দায়ে শুক্রবার তাঁর বিরুদ্ধে এক বছরের সাজা ঘোষণা করল সান ফ্রান্সিসকো আদালত।
যদিও এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন গুরবক্স। জানিয়েছেন বিচারপতি ট্রেসি ব্রাউন। এদিকে, গুরবক্স নিজেকে বরাবর নির্দোষ বলে এসেছেন। তাঁর দাবি, ওই দুই মহিলাই তাঁকে ঠকিয়েছে।-আজকাল
১৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ