আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সুন্দরী মডেল কান্দিল বালোচ খুনে গ্রেফতার করা হতে পারেন দেশটির ধর্মীয় নেতা মুফতি আব্দুল কাউই। তার সঙ্গে ছবি তোলার জন্যই কান্দিলকে খুন হতে হয় বলে দারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, কান্দিলের বাবার দেওয়া তথ্য অনুযায়ী, কান্দিল খুনে বড়সড় ভূমিকা ছিল মুফতির। এই মুফতি কাউই-র সঙ্গে তোলা ছবি প্রকাশ্যে আসার পরই খুন হন কান্দিল বালোচ।
গত ৫ জুলাই পাক সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বালোচ জানান, মুফতি আব্দুল কাভির সঙ্গে ভিডিও প্রকাশ্যে আসার পর তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। একাধিক হুমকি ফোনও এসেছে তার কাছে। বাবা-মায়ের সঙ্গে তাই বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবছিলেন তিনি। কারণ তিনি জানতেন এদেশে তাকে কোন নিরাপত্তা দেওয়া হবে না। হুমকির কথা জানানো সত্ত্বেও সরকারের পক্ষ থেকে তিনি কোন উত্তর পাননি। সেজন্যই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।
এরপর নিজের ভাইয়ের হাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান কান্দিল বালোচ। মুলতানে নিজের বাড়িতেই গুলি করে খুন করা হয় কান্দিলকে। প্রাথমিকভাবে ধারণা, পারিবারিক সম্মান বজায় রাখতেই বোন কান্দিলকে খুন করেছেন ভাই। খোলামেলা ছবি পোস্ট করতেন কান্দিল। বিশ্বজুড়ে তার অনেক ফ্যান ছিল।
১৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম