আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশি ইউক্রেনের বিরুদ্ধে রুশ পুলিশ ও সেনা হত্যার অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রিমিয়ায় ‘জঙ্গি হামলা’র আড়ালে রুশ সেনা হত্যা কোনভাবেই মস্কোর চোখ এড়িয়ে যাবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি পুতিনের। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন।
রুশ প্রেসিডেন্টের হাবভাব দেখে বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, ইউক্রেনে হামলার ছক কষছেন পুতিন! ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো পাল্টা তার সেনাবাহিনীকে যে কোন মুহূর্তে যুদ্ধের জন্যই প্রস্তুত থাকতে বলেছেন।ক্রিমিয়া সীমান্তে সেনা মোতায়েন করতে শুরু করেছে ইউক্রেনও।
রুশ সেনা ক্রিমিয়ায় এস-৪০০ ট্রায়াম্ফ মিসাইল সিস্টেম সরবরাহ শুরু করেছে। এর পাশাপাশি ক্রিমিয়াতে আগামী সপ্তাহ থেকেই সেনা মহড়া শুরু করছে মস্কো।
এদিকে, রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে মস্কো।
১৪ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম