আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শ্যানন বিমানবন্দরের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা সবাই মারা গেছেন। বিমানটি জরুরী অবতরণের সময় বিধ্বস্ত হয়।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ২৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জরুরি অবতরণ করার সময় বিমানটি ফ্রেডেরিক্সবার্গের নিকটবর্তী শ্যানন বিমানবন্দরের প্রান্তে গাছপালার ওপর আছড়ে পড়ে।
এলাকাটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ৫৫ মাইল দক্ষিণ-পশ্চিমে। এ ঘটনায় বিমানে থাকা সবাই মারা মারা গেছেন।
মোট ৬ জন মরা যায় এই ঘটনায়। ভার্জিনিয়া অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র কোরিনি গেলার এক বিবৃতিতে জানান, বিমানটি রানওয়েতে একবার নেমে আবার উঠে গিয়ে ফের নামার প্রস্তুতি নেয়।
সময় বিধ্বস্ত হয় বিমনটি। তিনি ধারনা প্রকাশ করেন ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে পড়ে যায় বিমানটি। গোটা বিমানে আগুন ধরে যায়। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ নির্ধারণ করতে তদন্ত শুরু করেছে।
৬ জনেরই লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক রেড ইন্ডিয়ান পরিবারের তিন সদস্য ও এক জার্মান ছাত্র। উড়োজাহাজটির পাইলট উইলিয়াম হ্যামারস্ট্যাড (৬৪) এবং এর সত্ত্বাধিকারী রবার্ট ডি রসও (৭৩) লাশ হয়ে ফিরেছেন স্বজনদের কাছে।
১৩ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর