আন্তর্জাতিক ডেস্ক : উর্দু, আরবি ও ফার্সি ভাষা শেখায় মনোনিবেশ করেছেন ভারতীয় এনআইএ অফিসাররা। জামাতুল মুজাহিদিন জঙ্গিদের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকাতেই এই পাঠ নেয়া শুরু করলেন অফিসাররা।
২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণের পরেই এইসব ভাষা শেখবার প্রয়োজনীয়তা বোধ করেছিলেন তারা। ঘটনার তদন্তের দায়িত্ব পড়েছিল এনআইএর ওপর। তদন্তে নেমে উর্দু ফার্সি ভাষায় লেখা অনেক তথ্য পান যা তারা উদ্ধার করতেই পারেননি। সমস্যার সমাধানে শেষ পর্যন্ত এইসব ভাষা বিশেষজ্ঞদের সাহায্য নিতে হয় তাদের।
এরপরেই উর্দু, ফার্সি ও আরবি ভাষা শেখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে কোথায় তারা এর পাঠ নেবেন তা ঠিক করা করা হয়নি। শেষপর্যন্ত এই বছরের প্রথম দিকে এনআইএ এসপি বিক্রম খালাতে এই সব ভাষা শেখানোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেন। মে মাস থেকে এনআইএ অসিসারদের উর্দু, ফার্সি ও আরবি ভাষা শিক্ষা শুরু হয়।
১৩ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই