আন্তর্জাতিক ডেস্ক : টানা ১১ দিন দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি থাকার পর রবিবার সকালে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক ডি এস রাণা এক বিবৃতিতে জানিয়েছেন, সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল। তাকে বিশ্রাম নিতে পরামর্শ দেয়া হয়েছে। ফের চেক আপের জন্য তিনি আগামী সপ্তাহেই হাসপাতালে আসতে পারেন।
গত ২ অগস্ট বারাণসীতে নির্বাচনী প্রচারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নির্বাচনী প্রচার মাঝপথেই বন্ধ করে দিয়ে দিল্লিতে ফিরে যান তিনি। জ্বর, ডিহাইড্রেশন এবং কাঁধে চোট নিয়ে ৩ অগস্টে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন সভানেত্রী। তার কাঁধের অস্ত্রোপচার করা হয়।
১৩ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই