আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ঘায়েব। পাঁচ আরোহী নিয়ে হেলিকপ্টারটি নিখোঁজ রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ইউএইচ-৭২ লাইট হেলিকপ্টারটি রাডার থেকে হারিয়ে যায়।
পাঁচ আরোহীর মধ্যে একজন মেজর জেনারেল ছিলেন বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সমসাক নিনবানজের্দকুন।
তিনি বলেন, উড্ডয়নের আধা ঘণ্টা পরই হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়।
হেলিকপ্টারটি মিয়ানমার সীমান্তবর্তী পাই জেলার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের কাজ পর্যবেক্ষণ শেষে ফিতসানুলক বিমান ঘাঁটিতে ফিরছিল।
রোববার জান্তা মুখপাত্র উইনথাই সুভারি বলেন, হেলিক্টারটি এখনো নিখোঁজ রয়েছে।
১৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম