আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে প্রাথমিক কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের ঘটনায় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইটের ওঠানামা বাতিল করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি গুলির শব্দ শোনা যায়। এতে বিমানবন্দরে আগতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত টার্মিনালটি খালি করার অনুরোধ জানানো হয়। সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
১৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম