আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম ও তার সহকারীর সন্দেহভাজন হত্যাকারীর স্কেচ প্রকাশ করেছে দেশটির পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বর্নণা ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এ স্কেচ তৈরি করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে এটি প্রকাশ করে নিউ ইয়র্ক সিটি পুলিশ।
পুলিশ সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। তার অংশ হিসেবেই এ ছবি প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের পেছনে কোনও ধর্মীয় কারণের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে জানা গেছে, নিহত ইমামের সঙ্গে ১ হাজার ডলার থাকলেও হত্যাকারী তা নিয়ে যায়নি।
শনিবার (১৩ আগস্ট) নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি ও তার সহকারী থারা উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সময় বেলা ২টার দিকে নিউ ইয়র্কের কুইন্সে প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওজোন পার্ক এলাকার আল ফুরকান জামে মসজিদ থেকে নামাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে তারা খুন হন। গুলিবিদ্ধ হওয়ার সময় তারা দুজনই ঐতিহ্যবাহী ইসলামি পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। এর কয়েক মিনিট আগেই আল ফুরকান জামে মসজিদে তারা একসঙ্গে নামাজ আদায় করেন।
হত্যার ঘটনায় প্রতিক্রিয়া নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও এক বিবৃতিতে তিনি বলেছেন, মুসলিমরা ধর্মীয় বিদ্বেষের শিকার। দুই মুসলিম হত্যার একদিন পর দেওয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ওই হত্যকাণ্ডের পর স্থানীয় মুসল্লিরা দাবি করেন, এই গুলি করে হত্যার ঘটনা ছিল ইসলামের প্রতি বিদ্বেষপ্রসূত। তবে পুলিশের দাবি, ধর্মীয় বিশ্বাসের কারণেই তারা নিহত হয়েছেন-এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে নিউ ইয়র্কে ইমাম হত্যার পর আতঙ্কে ভুগছেন মার্কিন মুসলিমরা। নিউ ইয়র্কের বেশিরভাগ মুসলিম মূলত তাদের দুইটি আতঙ্কের কথা জানিয়েছেন। তারা বলছেন, প্রথমত এটা আমাদের যে কারও সঙ্গেই ঘটতে পারে। দ্বিতীয়ত, পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সূত্র: ফক্স নিউজ।
১৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম