আন্তর্জাতিক ডেস্ক : সামরিক বাহিনীর সদস্যদের স্ত্রীদের হেডস্কার্ফ পরার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তুরস্ক সশস্ত্র বাহিনী (টিএসকে)। এর ফলে অফিসারদের স্ত্রীরা এখন থেকে স্কার্ফ পরেই সামরিক ঘাঁটির অভ্যন্তরে বাস করতে পারবে, অফিসার্স ক্লাব, রেস্তোরাঁয় যেতে পারবে। অবশ্য, নারী সামরিক সদস্যরা এখনো হেডস্কার্ফ পরতে পারবে না।
তুরস্কের সামরিক বাহিনীর ইতিহাসে শনিবারের এই ঘোষণা একটি মাইলফলক বলে বিবেচিত হচ্ছে। একসময় কোনো সেনাসদস্যের স্ত্রী বা পরিবারের কোনো সদস্য স্কার্ফ পরলে তাকে চাকরিচ্যুৎ কিংবা কালো তালিকাভুক্ত করা হতো।
এখন থেকে অফিসারদের স্ত্রীরা হেডস্কার্ফ পরলে তাদের সামরিক আইডির সাথে আইডি ফটোও রাখতে হবে। এক নন-কমিশন অফিসার তার স্ত্রীর চুল না দেখিয়েই সামরিক স্থাপনায় প্রবেশের অধিকার চেয়ে মামলা করার প্রেক্ষাপটে সামরিক বাহিনী এই বিধান জারি করল। মামলায় ওই অফিসার জয়ী হয়েছিলেন।
সূত্র : ডেইলি সাবাহ
১৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম