আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে অন্তত ৬৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছেন কর্মকর্তারা। এই হত্যাকাণ্ডের পেছনে বিদ্রোহীরা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কিভু এলাকার বেনি শহরের মেয়র নিয়োনাই বানাকাওয়া জানান, শনিবার রাতে রোয়াঙ্গোমা জেলা শহরে এ হামলা হয়। কঙ্গোর সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা ৬৪ জনের লাশ উদ্ধার করেছেন। এখনও লাশ খোঁজা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে অপর কর্মকর্তারা জানিয়েছেন নিহতের সংখ্যা অন্তত ৭৫ জন।
সেনা মুখমাত্র মাক হাজুকায় বার্তা সংস্থা এএফপিকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই অঞ্চলে অবস্থিত সেনাদের এড়িয়ে এই পথে আসে বিদ্রোহীরা। সেনা অভিযানের প্রতিশোধ হিসেবে স্থানীয়দের করেছে বিদ্রোহীরা। সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার জন্য এডিএফ বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।
স্থানীয়রাও জানিয়েছেন, শনিবার রাতে জঙ্গল থেকে এডিএফ বিদ্রোহীদের বেরিয়ে দেখেছেন তারা। তবে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, হামলাকারীদের কয়েকজন সেনাবাহিনীর পোশাক পরা ছিল।
বেনি এলাকায় ১৪ জনকে হত্যার এক সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটল। ওই হামলার জন্যও এডিএফকে দায়ী করা হয়। তবে হামলায় এডিএফের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
১৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম