সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ০১:২৭:১০

পাঞ্জাবি-টুপি পড়ে গির্জায় ঢুকে ইসলাম-বিরোধী স্লোগান

পাঞ্জাবি-টুপি পড়ে গির্জায় ঢুকে ইসলাম-বিরোধী স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি গির্জায় জনা দশেক ডানপন্থী ইসলাম-বিদ্বেষী ঢুকে পড়ে একটি শেষকৃত্যানুষ্ঠানকে বাধাগ্রস্ত করেছে। বিক্ষোভকারীদের পরনে ছিল মুসলমানদের ধর্মীয় পোশাক, কণ্ঠে ছিল ইসলামবিরোধী শ্লোগান।

এমনকি নিউ সাউথ ওয়েলস প্রদেশের গসফোর্ড অ্যাংলিকান চার্চে ঢুকে বিক্ষোভকারীরা একটি লাউড-স্পিকার নিয়ে তাতে মুসলমানদের নামাজকে ব্যঙ্গ করে।

পার্টি ফর ফ্রিডম নামে বিক্ষোভকারীদের এই দলটি পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের এই বিক্ষোভের ছবি ও ভিডিও পোস্ট করে এবং দাবী করে, গির্জাটি ইসলামিক নেতা এবং বহু- সংস্কৃতির প্রতি সহানুভূতিশীল হওয়ায় তারা এই প্রতিবাদ জানিয়েছে।

সিনেটর পলিন হ্যানসনের অভিবাসন-বিরোধী ওয়ান নেশন পার্টির সঙ্গে এই সংগঠনটির যোগাযোগ রয়েছে। ওয়ান নেশন পার্টি বিগত নির্বাচনে অস্ট্রেলিয়ার সিনেটে চারটি আসনে জিতেছে।

অবশ্য এই ঘটনা ঘটার প্রায় চব্বিশ ঘণ্টারও বেশী সময় পর ওয়ান নেশন পার্টি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পার্টি ফর ফ্রিডমের সঙ্গে তাদের কোন সংশ্লিষ্টতা নেই।

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। গির্জা কর্তৃপক্ষ এটিকে ‘বর্ণবাদী স্টান্ট’ হিসেবে অভিহিত করেছে। -বিবিসি
১৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে