আন্তর্জাতিক ডেস্ক : ‘বন্দুক আমাদের সুবিচার দিতে পারবে না’৷ স্বাধীনতা দিবসের ভাষণে বললেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷
সোমবার শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে যদি আমরা সমস্যার সমাধান খুঁজে না পাই, তাহলে আর কোথাও খুঁজে পাব না৷’ তিনি আরো বলেন, ‘দোষটা জম্মু-কাশ্মীরের মানুষের নয়৷ দোষটা ভারতেরও নয়৷ সমস্যা রয়েছে রাজ্য নেতৃত্বে৷’
কাশ্মীর সমস্যা সমাধানে দেশের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির অবদানের কথা তুলে ধরা মুফতি বলেন, ‘বাজপেয়ী জমানায় যে প্রচেষ্টা পূর্ণতা চায়নি, আশা করি নরেন্দ্র মোদি জমানায় তা পূর্ণ হবে৷’
এদিন লালকেল্লায় মোদি বলেন, ‘সন্ত্রাসবাদীরা যখন পেশোয়ারে নীরিহ শিশুদের হত্যা করে, তখন ভারতের সংসদে, ভারতের স্কুলে, ভারতের শিশুদের চোখে জল আসে৷ এটাই আমাদের স্বভাব৷ কিন্তু ওদের দেখুন৷ ওরা সন্ত্রাসবাদীদের গুণগান করছে৷ নিরীহ মানুষের মৃত্যু হলে ওরা আনন্দা করে৷ কেমন জঙ্গি মনষ্ক মানুষ আর কেমন সরকার এরা?’
১৫ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই