আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লায় ভাষণ দেয়ার সময় মঞ্চে ঘুমিয়ে পড়ে বিতর্কে জড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলি এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর৷
এদিন টানা ৯০ মিনিট বক্তব্য রাখেন মোদি৷ সেই সময়ই চোখ বুজে যান কেজরিওয়াল৷ চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যায় জেটলি ও পারিক্করকেও৷
সঙ্গে সঙ্গে এ ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ শুরু হয় বিতর্ক৷ তারা ঘুমিয়ে ঘুমিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনছিলেন।
কেজরির হাল্কা ঘুমিয়ে পড়ার ছবি নিয়ে যখন বিরোধীরা কটাক্ষ শুরু করেছেন, তখন আপ নেতা আশুতোষ তিন কেন্দ্রীয়মন্ত্রী জেটলি, পরিক্কর এবং অনন্ত কুমারের ঘুমন্ত ছবি দিয়ে আরো বিতর্ক বাড়িয়ে দিলেন৷
১৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম