সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ১১:৩৩:২১

জার্মানিতে আবারো হামলা

জার্মানিতে আবারো হামলা

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে আবারো হামলার ঘটনা ঘটেছে।  এবার কোলন নগরীর কেন্দ্রে কুঠার ও আগ্নেয়ান্ত্র দিয়ে হামলা চালিয়ে এক ব্যক্তিকে আহত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

হামলায় কুঠার ব্যবহৃত হলেও সোমবার ভোরের ওই হামলায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেছে জার্মান পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, ওই হামলায় ছুরি ও বন্দুক ব্যবহার করা হয়েছে।  তবে পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে জানান, হাসপাতাল ও আহত ব্যক্তি নিশ্চিত করার আগে এ হামলায় কোনো ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছিল সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

তিনি বলেন, পুলিশ ভোর পৌনে চারটার দিকে জরুরি ফোনকল পায়।  তাতে বলা হয়- বেশকিছু মানুষ বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে।  ঘটনাস্থলে রক্ত ও ভাঙা কাচ পায় পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি জার্মানিতে এলোপাতাড়ি হামলা চালানো হচ্ছে।  কেবল জুলাই মাসের ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে ৩টি হামলার মুখোমুখি হয় দেশটি।  

১৮ জুলাই সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯ টার দিকে এক আফগান শরণার্থী কিশোর ভ্যুর্ৎসবুর্গর এক  ট্রেনে যাত্রীদের ওপর হামলা চালায়।

পুলিশের এক মুখপাত্র জানান, ট্রেনটি ওয়েজারবুর্গে আসার কিছুক্ষণের মধ্যে কুঠার ও ছুরি নিয়ে এক কিশোর যাত্রীদের ওপর হামলা চালিয়ে ২০ জনকে আহত করে।

একপর্যায়ে হামলাকারী ট্রেন থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়।  কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জার্মানির সংবাদমাধ্যমে বলা হয়, হামলার সময় ওই কিশোর ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল।  হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

তিনদিনের ব্যবধানে ২২ জুলাই শুক্রবার সন্ধ্যায় মিউনিখের দ্য অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালায়  বন্দুকধারী।  এতে হামলাকারীসহ ১০জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ তিনজন হামলাকারীর কথা জানালেও দীর্ঘ উৎকণ্ঠা এবং আতঙ্কের অবসান ঘটিয়ে মিউনিখ পুলিশের প্রধান হুবার্টাস আন্দ্রে এক সংবাদ সম্মেলনে জানান, এ হামলায় একজনই জড়িত ছিল৷ হামলাকারী ইরানী বংশোদ্ভুত জার্মান নাগরিক বলেও জানান তিনি৷

এবার মিউনিখ হামলার তিনদিনের ব্যবধানে ২৪ জুলাই রোববার বিকেলেই বাভেরিয়ার প্রতিবেশী বাডেন ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের রয়েটলিঙেন শহরে ২১ বছর বয়স্ক এক সিরীয় শরণার্থী চাপাতি দিয়ে এক নারীকে হত্যা করে৷   

এসব হামলার ধারাবাহিকতায় এবার কোলনে হামলার ঘটনা ঘটলো।
১৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে