মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ১১:২৭:৩২

শক্তিশালী ভূমিকম্পে পেরুতে ৯ জনের মৃত্যু

শক্তিশালী ভূমিকম্পে পেরুতে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৫ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো ৫২ জন আহত জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবারও দেশটিতে ছোট-বড় বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরের নিচে অনেক মানুষ আটকে আছেন। এছাড়া বেশ কিছু রাস্তা-ঘাট বন্ধ রয়েছে।

দক্ষিণাঞ্চলীয় আরিকুইপা এলাকায় ভূমিকম্পের আঘাতে প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরিকুইপার গভর্নর ইয়ামিলা ওসোরিও জানিয়েছেন, ভূমিকম্পে আচোমা গ্রামে তিনজন এবং ইয়ানক্যু গ্রামে আরো ছয়জনের মৃত্যু হয়েছে।

ইয়ানক্যুয়ের বাসিন্দা জন রিভেরা জানান, এটা খুবই দু:খজনক। ভূমিকম্পে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনো আলো নেই। আমরা জানি না পরবর্তী সময়ে কি হতে যাচ্ছে।

পেরুতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। রোববার রাতে আঘাত হানা ওই ভূমিকম্পটির গভীরতা ছিল আট কিলোমিটার। এটি চাইলোমা প্রদেশের ছিভাই শহর থেকে ১০ কিলোমিটার দূরে আঘান হানে।
১৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে