মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ১১:৪৮:০৮

‘জমি না দিলে রেল লাইন অবরোধ’

‘জমি না দিলে রেল লাইন অবরোধ’

আন্তর্জাতিক ডেস্ক : এক মাসের মধ্যে প্রতিটি দলিত পরিবারকে পাঁচ একর করে জমি না দেয় হলে রেললাইন অবরোধ করবেন বলে হুমকি দিয়েছেন ভারতের গুজরাট রাজ্যের দলিতরা।

শুধু রেললাইন অবরোধই নয়, কাজকর্মও বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করেছে দলিতরা। অর্থাৎ গবাদিপশুর মৃতদেহ পরিস্কার করা বন্ধ করে দেবেন।

হাজার হাজার বছর ধরে তারা এই কাজ করে আসছেন। গত দশদিন ধরে দলিত সম্প্রদায়ের দশ হাজারের মতো মানুষ গুজরাটের রাজধানী থেকে উনা শহরের পথে যাচ্ছেন। তাদের বিক্ষোভের শুরু অবশ্য অন্য এক ঘটনাকে ঘিরে।

ভারতে গো-রক্ষক হিসেবে পরিচিত হিন্দু উগ্রবাদী গোষ্ঠীর লোকজন দলিত সম্প্রদায়ের চারজন ব্যক্তিকে প্রকাশ্যে মারধোর করলে দলিতরা বিক্ষোভ শুরু করেন।

বিবিসি জানিয়েছে, গত মাসে ওই চারজন একটি মৃত গরুর চামড়া ছাড়াতে নিয়ে যাচ্ছিলেন। দলিতরা গরুটিকে মেরে নিয়ে যাচ্ছেন বলে প্রথমে অভিযোগ উঠেছিলো। যদিও দলিত সম্প্রদায়ের লোকেরা সেই অভিযোগ অস্বীকার করে।

হাজারো বছর ধরে ভারতের নিম্নবর্ণের দলিতরা নির্যাতনের শিকার বলে অভিযোগ রয়েছে।
১৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে