মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ১২:১৫:৪২

ফুটবল ম্যাচ ঘিরে রণক্ষেত্র মানিকতলা

ফুটবল ম্যাচ ঘিরে রণক্ষেত্র মানিকতলা

আন্তর্জাতিক ডেস্ক: একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তৃণমূলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র কলকাতার মানিকতলা। দু’পক্ষের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ, পাথরবৃষ্টি। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র‍্যাফ। মানিকতলা থানার অন্তর্গত সুভাষপল্লি, কৃষ্ণপল্লি সংলগ্ন রেললাইনের উপর চলছে দুই গোষ্ঠীর পাথরবৃষ্টি। রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আরপিএফ।

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে ঘিরে অশান্তির সূত্রপাত। সুভাষপল্লির যুবকরা মদ্যপ অবস্থায় কৃষ্ণপল্লির এক যুবক বাবাই দাসকে মারধর করে বলে অভিযোগ। পাল্টা হামলা চালায় কৃষ্ণপল্লির যুবকরাও৷ স্থানীয়দের দাবি, মত্ত যুবকরা সকলেই তৃণমূল কর্মী। গতকাল রাতে বোমাবাজি হয়েছে বলেও অভিযোগ।

মঙ্গলবার সকাল থেকে রেললাইনের উপরেই শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর সংঘর্ষ। রেললাইন থেকে পাথর তুলে একে অপরের বিরুদ্ধে ছুড়ছে দুই গোষ্ঠীর সমর্থকরা৷ বিপন্ন ওই এলাকার রেলযাত্রীরা।

এদিন সকালে ওই লাইনের নিত্যযাত্রীরা প্রাণের ভয়ে ট্রেনের জানালা, দরজা বন্ধ করে দিয়েছিলেন বলেও দাবি স্থানীয়দের। খবর পেয়ে আরপিএফ ও র‍্যাফ যৌথ অভিযান চালায় হামলাকারীদের বিরুদ্ধে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ৷ পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। -সংবাদ প্রতিদিন
১৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে