মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০২:৪১:২৮

নির্ভুল বানান বলে সাড়ে ৬ লাখ টাকা পেল সিওনা

নির্ভুল বানান বলে সাড়ে ৬ লাখ টাকা পেল সিওনা

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ১২ বছর বয়সেই ১০ হাজার ডলার পুরস্কার জিতে নিল সিওনা মিশ্র। আমেরিকার অরল্যান্ডোর বাসিন্দা হলেও সিওনা আদতে ভারতীয় বংশোদ্ভূত। রুটজার্স বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষিণ এশীয় স্পেলিং বি ২০১৬– প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ১০ হাজার ডলার পুরস্কার পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এই কিশোরী। সিওনার পুরস্কার মূল্যের অর্থ ভারতীয় মুদ্রায় ৬ লক্ষ ৬৭ হাজার ৪৫০ টাকা।

অরল্যান্ডো সায়েন্স মিডল স্কুলের ছাত্রী সিওনা৷ ছোট হলেও গত চার বছর ধরে সে এই প্রতিযোগিতায় যোগ দিয়ে আসছে। তবে এবার একেবারে চাম্পিয়নের মুকুট উঠেছে সিওনার মাথায়৷ যদিও সহজে এই জয় আসেনি।

স্কুলের ক্লাসে সিওনা বরাবরই ভাল ছাত্রী হিসাবে পরিচিত৷ বিজ্ঞান ছাড়া ইংরেজি তার অন্যতম পছন্দের বিষয়। বিভিন্ন বড় বড় শব্দের বানান ও মানের নির্ভুল উত্তর দিয়ে বরাবরই সে ক্লাসের সকলের নজর কাড়ে। এ জন্য স্কুলের সব শিক্ষক-শিক্ষিকার কাছেও সিওনা খুবই জনপ্রিয়। মেয়ের এই দক্ষতার কথা জানতে পেরে তার মা-বাবা সিওনাকে ওই বানান প্রতিযোগিতায় নিয়ে যান। প্রথম তিন বছর অল্পের জন্য প্রথম স্থান অধিকার করতে না পারলেও এবার আর সিওনা নিরাশ করেনি তার মা-বাবা ও শিক্ষক শিক্ষিকাদের। চলতি বছরের প্রতিযোগিতায় প্রথম স্থানটি অনায়াসেই ছিনিয়ে নিয়েছে সিওনা।

সিওনা জানিয়েছে, এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। প্রস্তুতি হিসাবে সে প্রতিদিন নিয়ম করে এক থেকে দু’ঘণ্টা বিভিন্ন শব্দের বানান ও অর্থ মুখস্থ করেছে। মায়ের সামনে বসে লিখেছে একের পর এক বানান। বাবা অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও মায়ের কাছেই চলেছে নিবিড় অনুশীলন। মা তাকে একের পর এক বানান জিজ্ঞাসা করে চলেছেন আর নির্ভুল উত্তর দিয়ে চলেছে সিওনা। শেষ পর্যন্ত হাজারেরও বেশি প্রতিযোগীকে পিছনে ফেলে শেষ হাসি হেসেছে সিওনা। যদিও ভবিষ্যতে লেখক হওয়ার কোনও স্বপ্ন নেই তার।

সিওনা জানিয়েছে, বড় হয়ে সে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গবেষণা করতে চায়৷ ক্যানসারের মতো জটিল রোগের ওষুধ আবিষ্কারই তার স্বপ্ন। এ জন্য এখন থেকেই সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা চালাচ্ছে। সিওনার মা-বাবাও তাকে এই স্বপ্ন দেখার সাহস জুগিয়ে চলেছেন৷ পড়াশোনা ছাড়া ছবি আঁকতে ভালবাসে সিওনা। -সংবাদ প্রতিদিন
১৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে