আন্তর্জাতিক ডেস্ক : আবার দাম কমল পেট্রল ও জিজেলের। পেট্রলের দাম কমেছে লিটারপ্রতি ১ টাকা এবং ডিজেলের লিটারপ্রতি ২ টাকা।
গতকাল মাঝরাত থেকে নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রল ও জিজেল। দিল্লিতে পেট্রলের দাম লিটারপ্রতি ৬১.০৯ টাকা থেকে কমে হয়েছে ৬০.০৯ টাকা। আর ডিজেলের দাম লিটারপ্রতি ৫২.২৭ টাকা থেকে কমে হয়েছে ৫০.২৭ টাকা।
জুলাই মাস থেকে এখনো পর্যন্ত এ নিয়ে ৪ বার দাম কমল পেট্রল ও ডিজেলের। এর আগে ১ জুলাই দাম কমেছিল পেট্রল ও ডিজেলের।
পেট্রলের দাম কমেছিল ১.৪২ টাকা প্রতি লিটার এবং ডিজেলের কমেছিল ২.০১ টাকা প্রতি লিটার।
১৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম