মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৫:০৩:৩৮

জাহাজ থেকে সমুদ্রে পড়েও ৩৮ ঘন্টা পানির সাথে লড়াই করে বেঁচে আছেন এক নারী!

জাহাজ থেকে সমুদ্রে পড়েও ৩৮ ঘন্টা পানির সাথে লড়াই করে বেঁচে আছেন এক নারী!

আন্তর্জাতিক ডেস্ক : চীনা এক নারী জাহাজ ভ্রমণে গিয়ে হঠাৎ জাহাজ থেকে সাগরে পড়ে যান। তারপরও ৩৮ ঘণ্টা পানির সঙ্গে লড়াই করে বেঁচে থেকেছেন। শেষ পর্যন্ত তাকে উদ্ধার করতে পেরেছেন জেলেরা।

চীনা গণমাধ্যম জানিয়েছে, ওই নারীর নাম ফান এবং তিনি সাংহাইয়ের বাসিন্দা। ওই নারী একটি প্রমোদতরীর চতুর্থ ডেক থেকে অর্থাৎ সাততলা ভবনের সমান উচ্চতা থেকে সমুদ্রে পড়ে যান। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

জেলেরা যখন ৩১ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করে তখনো তার জ্ঞান ছিল এবং তিনি খুব সামান্য আহত ছিলেন।

খবরে বলা হয়েছে, মিস ফান পাঁচ দিনের সমুদ্র ভ্রমণে বের হয়েছিলেন।

‘রয়্যাল ক্যারিবিয়ান’ নামে এক জাহাজে ছিলেন তিনি, যেটি সাংহাই থেকে দক্ষিণ কোরিয়া হয়ে জাপান যাচ্ছিল।

মিস ফানের সঙ্গে তার বাবা-মাও ওই জাহাজে ছিলেন। ফান সমুদ্রে পড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি তারা টের পান।

ফোনে মেয়ের কণ্ঠস্বর শোনার আগ পর্যন্ত তার বাবা ফানের জীবিত থাকার বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না।
১৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে