মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৭:০৪:২৬

মুম্বাইতে বোনের ছেলের বিয়ে দেখবেন দাউদ ইব্রাহিম!

মুম্বাইতে বোনের ছেলের বিয়ে দেখবেন দাউদ ইব্রাহিম!

আন্তর্জাতিক ডেস্ক : বোনের ছেলে আলিশা পার্কারের বিয়েতে সশরীরে হাজির হতে না পারলেও স্কাইপের মাধ্যমে সেই বিয়ের অনুষ্ঠান দেখবেন আন্ডারওয়ান্ড ডন দাউদ ইব্রাহিম৷ জানা গিয়েছে. দাউদের ছোটো বোন হাসিনা পার্কারের ছোটো ছেলে আলিশা বিয়ে করছেন বুধবার৷ আর সেই অনুষ্ঠানই পাকিস্তান থেকে স্কাইপের মাধ্যমে লাইভ দেখবে এই মোস্ট ওয়ান্টেড ডন৷

জানা গিয়েছে, পাত্রীর নাম আয়েশা নাগানি৷ দক্ষিণ মুম্বাইয়ের মাসুল মসজিদেই হবে বিয়ের প্রধান অনুষ্ঠানটি৷ পরে জুহুর টিউলিপ হোটেলে হবে বিয়ের রিশেপশন৷ প্রসঙ্গত, মুম্বাইতে বিল্ডিং কন্সট্রাকশনের ব্যবসা রয়েছে আলিশার৷ সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নে মেটানোর জন্য মুম্বাইয়ে তার কাছের লোকেদের দায়িত্ব দিয়েছে দাউদ৷ এছাড়া বিয়ের অনুষ্ঠানের নজরদারীতে থাকছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল৷ যাদের কাজ হবে কোনো প্রকারে অপ্রীতিকর ঘটনা রোধ করা৷

পার্কার পরিবারে খুব কাছের এক সূত্র থেকে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানটি হতে চলেছে অত্যন্ত জাঁকজমকের সঙ্গেই৷ কারণ আলিশাই হলো দাউদের বোন হাসিনার একমাত্র জীবিত সন্তান৷ তার বড়ো ছেলে ২০০৬ সালে একটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল৷ এমনকি ২০০৫ সালে আলিশার বোন উমাইরার বিয়ের অনুষ্ঠানও খুবই যৎসামান্য আড়ম্বরে করা হয়েছিল কারণ সেই বছরই হাসিনা মারা গিয়েছিল৷
১৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে