আন্তর্জাতিক ডেস্ক : কেরালার বিখ্যাত শ্রী পদ্মনাভস্বামী মন্দির থেকে ৭৬৯টি সোনার পাত্র ঘায়েব, যার আনুমানিক মূল্য ১৮৬ কোটি রুপি। এ ঘটনায় রাজ্যজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
তবে কি নিয়েছে স্বর্ণের পাত্রগুলো তা এখনো অজানাই।
শ্রী পদ্মনাভস্বামী মন্দির দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের সবচেয়ে বিখ্যাত ভগবান বিষ্ণুর মন্দির। এটি কেরালার রাজধানী থিরুভানন্তপুরের পূর্ব পাশের এক দুর্গের অভ্যন্তরে অবস্থিত।
মন্দিরের সম্পত্তির হিসাব দেখাশোনা করতে সাবেক শীর্ষ হিসাবরক্ষক বিনোদ রাইকে দায়িত্ব দিয়েছিল সুপ্রিমকোর্ট।
বিনোদ রাইয়ের রিপোর্টেই এ পরিমাণ সোনার হদিস না পাওয়ার খবর উঠে এসেছে। সোনার হদিস পেতে পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়েছেন রাই।
এ ব্যাপারে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন একটি বেঞ্চ খুব শিগগিরই রাইয়ের সঙ্গে বসবেন বলে জানা গেছে।
খোয়া যাওয়া সোনার পাত্রগুলোতে নম্বর দেয়া ছিল। ২০০২ সাল পর্যন্ত পাত্রগুলোর নম্বর ছিল ১ থেকে ১০০০ পর্যন্ত।
রাই জানিয়েছেন, ২০১১ সালের ১ এপ্রিলে পাত্রের গায়ের নম্বর ছিল ‘১৯৮৮’। তার মানে মোট পাত্রের সংখ্যা ১৯৮৮টি। এর মধ্যে গয়না তৈরির জন্য ৮২২টি পাত্র গলানো হয়।
এখন পড়ে রয়েছে মাত্র ৩৯৭টি। সেখান থেকে ৭৬৯টি পাত্রের হদিস নেই। অনেকগুলো পাত্রের ছবিও পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
তবে এ কথাও তিনি জানিয়েছেন, মন্দিরের প্রশাসনিক কমিটি দুর্বল। এর বদলে তিনি সরকারের সচিব পর্যায়ের কোনো আমলা, কেরালার রাজস্ব দপ্তরের প্রতিনিধি এবং ত্রিবাঙ্কুরের রাজ পরিবারের প্রতিনিধিকে রেখে নতুন কমিটি করার পরামর্শ দিয়েছেন।
১৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম