বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ১০:২৭:৫৬

ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়ায় ৮২ হাজার মানুষ ঘরছাড়া

ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়ায় ৮২ হাজার মানুষ ঘরছাড়া

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৯,০০০ একর ভূমির গাছপালা পুড়ে গেছে। ৮২,০০০ বাসিন্দাকে ওই এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

রাজ্যের সাজন পাস পাহাড়ি এলাকায় দাবনলের তীব্রতায় স্থানীয়দের জনজীবন স্থবির হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের বন বিভাগ বলছে, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। অতি দ্রুত বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। প্রায় ৩৪৫০০ বাড়িতে ৮২৬৪০ জন বাসিন্দা রয়েছে দাবানল সংশ্লিষ্ট এলাকায়।
১৭ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে