নিউজ ডেস্ক : ৮ বছরের শিশুটি খেলছিল রেলের ফেনসিংয়ের সামনে। পাশেই মাঠে কাজ করছিল তার বাবা-মা। খেলার ছলেই ফেন্সের মধ্যে আটকে যায় মেয়েটির গলা। এরপর সেখান থেকে বের হওয়ার জন্য ছটফট করায় প্রায় দম বন্ধ হতে যাচ্ছিল শিশুটির। তবে সৌভাগ্যবশত এক পুলিশ অফিসারের চোখে ব্যাপারটি পড়ে যাওয়ায় দমকল বাহিনীর সাহায্যে তিনি অসাধারণ দক্ষতায় মেয়েটিকে বাঁচান।
ঘটনাটি ঘটেছে উত্তর চীনের জিশিয়ান প্রদেশে। পেশায় খেতমজুর বাবা-মায়ের সঙ্গে থাকে ৮ বছরের এ শিশু কন্যাটি। প্রতিদিনই কাজে যাওয়ার পথে মেয়েকে নিয়ে যেতেন তারা। আবার ফেরার সময় নিয়ে আসতেন। সে দিনও তাই করেছিলেন। কিন্তু অসাবধানে দুর্ঘটনা ঘটে যায়। ফেন্সিংয়ের মধ্যে মাথাটি এমনভাবে আটকে যায় যে সেটি না কেটে মাথা বার করা মুশকিল হয়ে যায়। স্থানীয় এক পুলিশ অফিসারের উদ্যোগে ২৫ মিনিটের মধ্যে দমকল কর্মীরা এসে মাঝ বরাবর ফেন্সটি সামান্য কেটে জায়গাটি চওড়া করে ঐ শিশুটিকে উদ্ধার করে। -এই সময়
১৭ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম