বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৬:৩০:০৩

'মোদির বক্তব্য সঠিক নয়'

'মোদির বক্তব্য সঠিক নয়'

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ক্ষেপলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ সোমবার হায়দরাবাদে তেলেঙ্গানা প্লেনামে বক্তব্য রাখেন সীতারাম৷ সেখানে তিনি বলেন, অধীকৃত কাশ্মীরের দাবি করে প্রধানমন্ত্রী পাকিস্তানকে কাশ্মীর ইস্যু নিয়ে গলা ফাটানোর বন্দোবস্ত করে দিলেন৷ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানো কখনোই উচিত নয় বলেও দাবি করেন সিপিএমের রাজ্যসভার এই সাংসদ৷

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাকিস্তানের বালোচিস্তানের জনগোষ্ঠীর বিরোধকে তিনি সমর্থন করেন বলে ভাষণে দাবিও করেন৷ তবে দেশের প্রশাসনিক প্রধানের এই বক্তব্য সঠিক নয় বলেই মনে করছেন সীতারাম৷ তার দাবি, এই ধরণের বক্তব্যের ফলে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের আরো অবনতিই হবে৷ আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ভারতের বিরুদ্ধে সুর চড়ানোর জন্য অতিরিক্ত মাইলেজও পাবে পাকিস্তান৷ পাশাপাশি তিনি আরো বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য বেশ কিছু প্রস্তাব সরকারের কাছে পেশ করা হয়েছে৷ রাজনৈতিক ভাবে সেই সমস্যা মোকাবিলা করার জন্য প্রস্তাবে বলা হয়েছে৷

এদিকে কাশ্মীর সমস্যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার একাধিক সদস্য পাকিস্তানকেই দায়ী করেছে৷ হিজবুল কমান্ডর বুরহান ওয়ানিকে শহিদ ঘোষণা করে পাকিস্তান৷ যা আগুনে ঘি ঢালার মতোন হয়েছে বলে দাবি একাধিক মহলের৷ এরপরেই দিল্লির পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয় পাকিস্তানকেও কড়া বার্তা দিতে হবে৷ সেইমতো স্বাধীনতা দিবসের মঞ্চকেই বেছে নেন নরেন্দ্র মোদি৷
১৭ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে