বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৮:১৮:২০

থানার ভেতরেই পুলিশের দুই স্ত্রীর চুলাচুলি!

 থানার ভেতরেই পুলিশের দুই স্ত্রীর চুলাচুলি!

আন্তর্জাতিক ডেস্ক : আচমকা খাকি উর্দি পরা এক পুলিশ কর্মীর জামাটা টেনে ধরলেন এক নারী।  কিছু বুঝে ওঠার আগেই কিল-ঘুসি আর সপাটে চড়।

এবার পাল্টা ঘুষি মারলেন সেই লোকটিও। কিছুক্ষণের মধ্যে যোগ দিলেন আরেক নারী।  এরপর দ্বিতীয় নারী ও ওই ব্যক্তি মিলে বেধড়ক মারলেন প্রথম নারীকে।  

এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরদাবাদের একটি থানায়।

দিনের আলোয় থানা চত্বরের মধ্যে এভাবে চুলোচুলি করতে দেখা গেল এক পুলিশ কনস্টেবলের দুই স্ত্রীকে।

প্রথম স্ত্রীর সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় স্ত্রীকে মারধর করতে দেখা যায় পুলিশ কনস্টেবলকেও।  চড়-থাপ্পড় লাথি, কিল-ঘুষি... বাদ যায়নি কিছুই।

পারিবারিক অশান্তির জেরেই এ ধরনের ঘটনা ঘটে থাকে।  সেই ঘটনাও ধরা পড়ে ক্যামেরায়।
১৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে