বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৩:২৭:০৭

মাঝ আকাশে সন্তান প্রসব, আজীবন ফ্লায়িং ফ্রি!

মাঝ আকাশে সন্তান প্রসব, আজীবন ফ্লায়িং ফ্রি!

আন্তর্জাতিক ডেস্ক: একটা পিত্‍জার সঙ্গে আর একটি পিত্‍জা ফ্রি পেলেই আমাদের মন আনন্দে ফুরফুরে হয়ে যায়। তবে এই ঘটনাটি শুনে আপনি কি রিঅ্যাক্ট করবেন তা হয়তো কিছুটা আন্দাজ করা যেতে পারে।

পৃথিবীর প্রথম আলো দেখেই সারাজীবনের জন্য ফ্রি ফ্লাইট টিকিট আদায় করে নিল এই সদ্যজাত শিশুকন্যাটি। কেন জানতে ইচ্ছা করছে অবশ্যই। কারণ, দুবাই থেকে ফিলিপিন্সে যাওয়ার পথে সেবু প্যাসেফিক এয়ার ফ্লাইটে এক মহিলা জন্ম দেন ফুটফুটে শিশুসন্তানের।

মাঝআকাশে সন্তান জন্মের আনন্দে আত্মহারা ওই মহিলা। তারমধ্যে শিশুকন্যার জীবন শুরু হতেই এই বিরাট পাওয়াতে খুশি তিনি। বিমানের মধ্যে বেবি ডেলিভারি হওয়ায় মেডিক্যাল ইমার্জেন্সি করে ভারতে নামানো হয়। শুধুমাত্র শিশুসন্তানের সেফটির জন্য ৯ ঘন্টার ফ্লাইট দ্বিগুণ হয়ে যায়।ভাগ্যবান সদ্যজাতের সঙ্গে মায়ের ছবি ফেসবুকে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে পোস্ট করে এক সহযাত্রী জানিয়েছেন, ''ফিলিপিন্সে যেতে তখনও আরও ৫ ঘন্টা বাকি। মাঝআকাশেই ওই মহিলার লেবার পেইন ওঠে। মহিলা জানিয়েছেন, তাঁর অক্টোবর মাসে ডেলিভারি হওয়ার কথা। কিন্তু আচমকাই ব্যাথা শুরু হয়ে যায়। বিমানের মধ্যে থাকা অনেকেই মেডিক্যাল সাহায্যের জন্য প্রার্থনা শুরু করে দেন।

ভাগ্য সহায় থাকলে সব সমস্যারই সমাধান হয়ে যায়। বিমানযাত্রীদের মধ্যেই ছিলেন দুজন নার্স। তাঁদের নির্দেশে বিমানের সামনের দিকে বেশ কিছুটা অংশ খালি করে দেওয়া হয়। সেখানে যন্ত্রণাকাতর মহিলাকে নিয়ে যাওয়া হয়। প্রথমে একটা জোড়ে আর্তনাদ, কয়েক সেকেন্ড পর শিশুর কান্না ভেসে এল। বিমানের সকলেই জানতে পারলাম এক শিশু কন্যার জন্ম হয়েছে।'' কেবিন ক্রিউেয়র সেবায় মা ও শিশু সুস্থই রয়েছেন।-এই সময়

১৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে