বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৮:৪৫:৪৯

মোটা হওয়ায় ৮ নারী টিভি উপস্থাপক বরখাস্ত

মোটা হওয়ায় ৮ নারী টিভি উপস্থাপক বরখাস্ত

নিউজ ডেস্ক : মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের আটজন নারী উপস্থাপকেক সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসাথে তাদের ওজন কমানোর নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইজিপশিয়ান রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়ন এই নারীদের ‘ডায়েট কন্ট্রোল’ করে চিকন হওয়ার জন্য একমাস সময় দিয়েছে।

বিষয়টি নারী অধিকার কর্মীদের সোচ্চার করে তুলেছে।

প্রতিষ্ঠানটির ভাষায় তাদেরকে টিভির জন্য ‘উপযুক্ত চেহারা’ নিয়ে তারপর আসতে বলা হয়েছে। সেখানকার একটি ওয়েবসাইটে এ খবর এসেছে। প্রতিষ্ঠানের পরিচালক পদে আছেন স্বয়ং একজন নারী ।সাফা হেগাজি নামে ওই নারী নিজে রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক ছিলেন।

এই ঘোষণা উপস্থাপকদের মাঝে তীব্র প্রতিক্রীয়া তৈরি করেছে।

খাদিজা খাত্তাব নামে বাদপড়া একজন উপস্থাপক দর্শকদের আহ্বান জানিয়ে বলেছেন, তার সাম্প্রতিক টেলিভিশন অনুষ্ঠান দেখতে এবং তিনি আসলেই ‘মোটা’ কিনা তা যাচাই করে তাকে কাজ থেকে বাদ দেয়া উচিত কি-না সেই মতামত দিতে বলেছেন।

মেয়েদের অধিকার বিষয়ক একটি সংগঠন একে দেখছে নারীদের প্রতি সহিংসতার একটি ধরণ হিসেবে।

গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিষ্ঠানটির উচিত কেমন দেখাচ্ছে তার দিকে মনোযোগ না দিয়ে কি প্রচার করা হচ্ছে সেদিকে নজর দেয়া।
১৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে