বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৫:০৩:১৫

একদিনের মধ্যেই মুক্ত সেই মায়া সান্তোস

একদিনের মধ্যেই মুক্ত সেই মায়া সান্তোস

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গ্রেফতারের একদিনের মধ্যেই জামিনে মুক্তি পেলেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক সেই মায়া সান্তোস দেগুইতো।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া একটায় তাকে ছেড়ে দেয় দেশটির পুলিশ।
 
মাকাতি সিটির পুলিশপ্রধান রমিল মিত্র বলেন, গ্রেফতারের পর মায়াকে নারী বন্দীদের সেলে রাখা হয়েছিল।  রাতে সেখানেই ছিলেন তিনি।  জামানত দিয়ে আদালত থেকে জামিন পান।  আদালতের আদেশ রাতে কারাগারে এলে ছেড়ে দেয়া হয় তাকে।
 
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার মায়াকে গ্রেফতার করা হয়।
 
দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়েছিলেন।
 
মায়ার আইনজীবী ফ্যারডিন্যান্ড তোপাসিও সাংবাদিকদের বলেন, দেগুইতোর গ্রেফতারের ঘটনায় অবাক হয়েছেন তিনি।  

তিনি বলেন, তারা আইনগত পদক্ষেপ নেবেন।  গ্রেফতারের বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি।
 
মানবাধিকার কমিশনের কাছেও একটি ফাইল দায়ের করা হবে বলে জানান আইনজীবী ফ্যারডিন্যান্ড তোপাসিও।
 
চলতি বছরের ৪-৫ ফেব্রুয়ারি অজ্ঞাত সাইবার অপরাধী চক্র বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০০ কোটি ডলার চুরির চেষ্টা করে।  তবে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করতে সমর্থ হয় তারা।  এ অর্থ আরসিবিসির অ্যাকাউন্টে জমা করে চক্রটি।

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নিয়মনীতি ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান।

এ মামলায় মায়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে গতকাল তাকে গ্রেফতার করা হয়।  
 ১৮আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে