বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৫:১২:৫৮

মোদির হাতে রাখি বাঁধবেন বিধবারা

মোদির হাতে রাখি বাঁধবেন বিধবারা

আন্তর্জাতিক ডেস্ক : আজ রাখি পূর্ণিমা৷ তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রাখি বাঁধতে দিল্লি পৌঁছলেন বারাণসীর বিধবারা৷ মাদির হাতে রাখি পরিয়ে রাখি উৎসব পালন করবেন তারা৷

বৃহস্পতিবার মোদির হাতে রাখি পরাতে দিল্লি পৌঁছন ১০ জনের একটি দল৷ বারাণসীর দু’হাজার বিধবার প্রতিনিধি হিসাবে মোদির হাতে রাখি বাঁধবেন তাঁরা৷ পাশাপাশি বৃন্দাবন থেকেও রাখি আসছে দিল্লিতে৷ মোদির ঠিকানায় পাঠানো হচ্ছে প্রায় ১০০০ রাখি৷ ভাইয়ের হাতে রাখি পরিয়ে কী চাইলেন বোনেরা?

চাইলেন দেশের নিরাপত্তা আর বিধবা বোনেদের বিশেষ সুযোগ-সুবিধা৷ সেই সঙ্গে সুলভ ইন্টারন্যাশনালকেও ধন্যবাদ জানান তারা৷ এই সংগঠনের জন্যই হোলি, দিওয়ালি, তেজ উৎসবে যোগ দিতে পারছেন বারাণসীর বিধবারা৷ এর আগে এই সকল উৎসবে যোগ দেয়ার অনুমতি ছিল না তাদের৷
১৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে