আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ফের গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ছয়। বুধবার ইরানের সীমান্তবর্তী ভান প্রদেশের একটি থানার কাছে বিস্ফোরণটি ঘটে। আহতের সংখ্যা প্রায় ৭০। একটি স্থানীয় সংবাদ সংস্থার মতে আহতের সংখ্যা ৭১।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এই বিস্ফোরণের কথা স্বীকার করেছেন, তবে তার বেশি কিছু বলতে চাননি তিনি। এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তির কুর্দ গেরিলা বাহিনী, নিষিদ্ধ ওয়ার্কার্স পার্টির দিকে। কারণ কুর্দ গেরিলারা বরাবর পুলিশ থানা এবং সেনা চৌকিগুলিই টার্গেট করে৷
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল অর্থাৎ এক সময়কার আনাতোলিয়ায় মূলত কুর্দদের বাস৷ তুরস্কের সরকারপক্ষের সঙ্গে আড়াই বছর যাবৎ কুর্দ গেরিলাদের একটা অস্ত্র সংবরণ চুক্তি বজায় ছিল৷ গত বছরের জুলাই মাসে তা শেষ হয়ে যায়৷ তার পর থেকেই লাগাতার রক্ত ঝরছে এই অঞ্চলে৷
১৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই