বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৮:১৪:৫২

চীনকে কঠিন জবাব দিতে উন্নত বিমান ঘাঁটি গড়ে তুলছে ভারত

চীনকে কঠিন জবাব দিতে উন্নত বিমান ঘাঁটি গড়ে তুলছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাংশে সীমান্তবর্তী অঞ্চলে নজরদারীতে থাকা বিমানবাহিনীর যোগাযোগ আরো মজবুত করতে অরুণাচল প্রদেশের চারটি জায়গায় উন্নত বিমান অবতরণ কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রনালয়৷ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, অরুণাচলের জিরো, আলঙ্গ, মেচুকা ও ওয়ালঙ্গ অঞ্চলে তৈরি করা হবে এই বিমান অবতরণ স্থল৷

পাশাপাশি উত্তর-পূর্বাংশের নিরাপত্তা এবং বিমানবাহিনীর যোগাযোগের ব্যবস্থাও ঢেলে সাজানো হবে বলেই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রনালয় সূত্রে খবর, সাধারণত ওই বিমান অবতরণ কেন্দ্রগুলিকে সেনাবাহিনীর মালপত্র, সামগ্রী বহনের জন্য যেসমস্ত বিমান যাতায়াত করে তাদের অবতরণের জন্যই ব্যবহার করা হবে৷ কিন্তু ভূমিধ্বস, জঙ্গি হানা বা যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ গড়ে তোলার জন্যই ব্যবহার করা হবে ওই বিমান অবতরণ কেন্দ্রগুলিকে৷

জানা গিয়েছে, ১০৮০ কিমি দীর্ঘ সীমান্ত অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই চীনের সঙ্গে লড়াই চলছে ভারতের৷ ফলে অরুণাচল লাগোয়া চীনের সীমান্তে চীনা সেনাবাহিনীর বিশেষ প্রস্তুতিতে বেশ চাপে পরেছে দিল্লি৷ ফলে ওই সীমান্তবর্তী অংশে ভারতীয় সেনার প্রস্তুতিতেও কোনো প্রকারের ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র৷
১৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে