আন্তর্জাতিক ডেস্ক : গতকাল বুধবার আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নের বিয়ে হলো। মুসলিম ধর্ম মতে মুম্বাইয়ের এক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিয়ে হলো দাউদের ভাগ্নার। তবে মুম্বাই পুলিশের তীক্ষ্ণ নজর ছিল এই বিবাহের অনুষ্ঠানকে ঘিরে।
আয়েশা নাগ্নির সঙ্গে দাউদের বোনের ছেলে আলিশাহ পারকারের বিবাহের অনুষ্ঠান হলো দক্ষিণ মুম্বাইয়ের একটি মসজিদে। দাউদের বোনের ছেলে বলে কথা, তার আবার বিয়ে। এমন বিবাহের অনুষ্ঠান স্বাভাবিক ভাবেই খবরের হট টপিক। সংবাদ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। সেই বাধা উপেক্ষা করে মসজিদের বাইরে ভির জমিয়েছিলেন প্রচুর সাংবাদিক ও ফটোগ্রাফার।
সকাল ১১ টায় শুরু হবার পর ১২.৩০ টায় শেষ হয় বিবাহের কাজ। হাজির ছিলেন দুই পক্ষের প্রায় ১০০ জন আত্মীয়স্বজন। জানা গিয়েছে বিবাহের পার্টি হবে টিউলিপ হোটেলে। সেই পার্টি আবার স্কাইপের মাধ্যমে দেখবেন মামা দাউদ ইব্রাহিম নিজে। মুম্বাই পুলিশ জানিয়েছে এই পার্টির ওপরেও নজর রাখবেন তারা। কারন পার্টির সুযোগ নিয়েই যে কেউ পাকিস্তান থেকে চলে আসতে পারে ভারতে।
১৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই