আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলামভীতি-র শিকার হচ্ছেন সাধারণ মুসলিমরা৷ এমন ঘটনা প্রায় প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে৷ এবার এমনই ঘটনার শিকার হয়েছেন এক মুসলিম মা ও মেয়ে৷ শিকাগো লাগোয়া ওয়েস্ট রজার্স পার্কের ঘটনা৷ মা -মেয়ে দু'জনেই হিজাব পরেছিলেন৷
সেই 'অপরাধে' তাদের আইএস জঙ্গির অপবাদ দেয়া হয় এমনকি গায়ে থুথু-ও ছিটিয়ে দেন এক শ্বেতাঙ্গ মহিলা৷ অভিযোগ সুজেন দামরা'র৷ তার আরো অভিযোগ, এতবড় ঘটনাটিকে গুরুত্ব দিয়েও দেখেনি শিকাগো পুলিশ৷ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সুজেন বলেন, 'পার্কের সামনে আমাদেরকে জড়িয়ে ধরে ওই মহিলা৷ অন্তত বার পাঁচেক আমাদের আইএস জঙ্গি বলে চিৎকার করতে থাকনে৷ আমরা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসি৷ 'গোটা ঘটনাটি মোবাইলে ক্যামেরা বন্দি করেন সুজানের মা৷
সেই ছবিতে দেখা যাচ্ছে ওই শ্বেতাঙ্গ মহিলা তাদের দিকে আইএস বলে তেড়ে যাওয়ায় মা -মেয়ে দু'জনেই গাড়িতে উঠে বসেন৷ তখন তাদের গায়ে থুতু দেয়ার চেষ্টাও করেন অভিযুক্ত মহিলা৷ তবে সুজান দামরাকে কষ্ট দিয়েছে আশপাশের লোকজনের ব্যবহার৷ সুজানের কথায়, 'সকলেই খুব নির্বিকার ছিল৷ যেন কিছু ঘটেইনি৷ এমনকি দুটি ছেলে খুব আওয়া করে হাসতে থাকেন৷ আমাদেরকে ওই ছেলেগুলিও আইএস বলতে থাকে৷ 'মুসলিম পরিবারটির কথায়, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন হতেই পারেন৷ তাই বলে বাকিরাও?
সুজানের বাড়ির লোক বলছেন, 'এ সবই ট্রাম্পের কীর্তি৷ তিনি মুসলিমদের সম্পর্কে লোকের মনে বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছেন৷ লোকেরা মুসলিমদের এখন সন্দেহের চোখে দেখেন৷ এটাই তো চেয়েছিলেন ট্রাম্প৷ 'আর সুজানের মায়ের কথায়, 'শ্বেতাঙ্গরা মনে করছেন, ট্রাম্প এলে তারা খুব সুখে থাকবেন৷ তাই যা ইচ্ছে তাই শুরু হয়েছে৷ 'গোটা ঘটনায় প্রবল আতঙ্কিত সুজান দামরা৷ তার আতঙ্ক আরো বাড়িয়েছে পুলিশের নির্লিন্ত ব্যবহার৷
ঘটনাটি যেখানে 'হেট ক্রাইম '-এর সেখানে দায়সারা অভিযোগেই কাজ সেরেছে শিকাগো পুলিশ৷ কাউন্সিল অফ আমেরিকান -ইসলামিক রিলেশন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে৷ পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে সরকার৷ গত দু'মাসে মুসলিম হেনস্থার পাঁচটি ঘটনা ঘটল আমেরিকার একাধিক জায়গায়৷-টাইমস অফ ইন্ডিয়া
১৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই