আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ধেয়ে আসা ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাদের অনেকেই বলছেন, সারাজীবনেও তারা এ ধরনের দাবানল দেখেননি। ভয়াবহ এ দাবানলের কারণে হাজারো মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে এ কথা জানা যায়।
দাবানলের কারণে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের বাধ্যতামূলকভাবে নিরাপদে সরে যেতে বলা হয়েছে।
ওই এলাকায় ৮২ হাজারের বেশি মানুষ বাস করে। ‘ব্লু কাট’ নামের এ দাবানলে ঘরবাড়ি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়া ও নেভাদার মধ্যকার যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে।
দাবানলের লেলিহান শিখা থেকে প্রাণ বাঁচাতে লোকজনকে দৌড়ে পালাতে হচ্ছে।
গত মঙ্গলবার অঙ্গরাজ্যের স্যান বার্নার্দিনো কাউন্টির খরায় আক্রান্ত একটি পাহাড়ি গিরিপথে দাবানলের সূত্রপাত। একদিন পর ওই দাবানল প্রায় ৪৭ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে দমকলবাহিনীর ১ হাজার ৩শ’ কর্মী চেষ্টা চালালেও দাবানল থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ছে।
কমান্ডার মাইক ওয়াকোসকি বলেন, তিনি তার ৪০ বছরের চাকরিজীবনে এমন ভয়ঙ্কর দাবানল দেখেননি।।
স্যান বার্নার্দিনো কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান মার্ক হার্টউইগ বলেন, এ দাবানল অনেক কঠিনভাবে ছোবল হেনেছে ও দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন তীব্রতার দাবানল আগে দেখা যায়নি।
দাবানলে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কেউ হতাহত হয়েছে কি-না তা নিশ্চিত হতে এলাকায় তল্লাশি চলছে।
১৮আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম