বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ১০:২৪:২৪

সীমান্তে বিজিবি-বিএসফ রাখিবন্ধন অনুষ্ঠান

সীমান্তে বিজিবি-বিএসফ রাখিবন্ধন অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য স্বাধীনতার অনুষ্ঠানে বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে বিএসফকে দেয়া হয়েছিল মিষ্টি শুভেচ্ছা৷ এবার বাংলাদেশ সীমান্তরক্ষীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করালেন বিএসফ মহিলা রক্ষীরা৷ ভারত-বাংলাদেশ সীমান্তের দক্ষিণ দিনাজপুরের হিলি চেক পোস্টে এই অনুষ্ঠানটি পালিত হলো৷ আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার হিলি সীমান্তের জিরো লাইনে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে রাখিবন্ধন উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে বিজিবি সদস্যদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। উৎসব উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আবেগময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ ও বিজিবির ক্যাম্প কমান্ডারসহ দুই দেশের সীমান্তরক্ষীরা৷ বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জামিল বাসা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বাহিনীর মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এই ধরনের উৎসবে একে অপরের মদ্যে মিষ্টি বিনিময় হয়৷ এতে করে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
অন্যদিকে বিজিবির হিলি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম বলেন, সম্পর্কের সুদৃঢ় অবস্থান বজায় রেখে বিভিন্ন উৎসবে বিএসএফ সদস্যদের মিষ্টি ও বিভিন্ন ধরনের উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়৷

ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর হলো হিলি৷ সীমান্তের একদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা অন্যদিকে বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা৷ দুই দিক থেকেই স্থলপথে বাণিজ্য ও যাতায়াত হয়৷

অন্যদিকে, দুই বঙ্গের মিলনের মাধ্যমে শিলিগুড়ির নিকটে বাংলা বান্ধা সীমান্তে পালিত হলো রাখিবন্ধন উৎসব। ওপার বাংলার মানুষ রাখি পরালো ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ জওয়ানদের হাতে। আর এপার বাংলার মানুষ রাখি পরালো ওপর বাংলার সীমান্ত রক্ষী বিজিবির হাতে। বৃহস্পতিবার ডাবগ্রাম ফুলবাড়ী তৃণমূলের উদ্যোগে এমন রাখি বন্ধন উৎসব পালিত হলো বাংলা বান্দার ভারত বাংলাদেশ সীমান্তে। ফুলবাড়ীর ভারতীয় সীমান্তেই তৃণমূলের উদ্যোগে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির কমান্ডেন্ট আল হেকিম মোহাম্মদ নাওসাদ। বিএসএফ এর নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের ডি.এই.জি আর.সি সিং। ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য অনগ্রসর কল্যাণ মন্ত্রী জেমস কুজুর। এবং রাজগঞ্জের বিধায়ক।
বিজিবির পক্ষ থেকে কমান্ডেন্ট জানান এমন একটি সুন্দর আয়োজনে এবং ভারতীয়দের থেকে রাখি পড়তে পেরে খুব ভালো লাগছে তাদের।
১৮ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে